Skip to content

Welcome to my flute notetion area .....

আমি যে গান গুলোর প্রাকটিস করেছি বা করবো এমন গানের নোটেশন সংগ্রহ করে এখানে দিয়ে রাখবো। যাতে আমি বা আপনারা সহজে খুজে পাই …. আপনাদের আরো কোনো নোটেশন প্রয়োজন হলে জানাতে পারেন কিংবা প্রদত্ত নোটেশনে কোথাও কারেকশন থাকলেও জানাবেন। আমি নন-প্রফেশনাল হওয়ায় সবচেয়ে সহজ নোটেশন গুলো সংগ্রহ করেছি …. M U Ahmed

🎵 আমার গলার হার খুলে নে ওগো ললিতে

📝 আমার গলার হার খুলে নে ওগো ললিতে

আমার গলার  হার
সাসা  সা-রে-গা-মা  গামাগারেসা

খুলে নে
গাগা  গামাগারেসা

ওগো ললিতে
সারেসানিধানি সাগাগারেরেসা

আমার হার পরে আর
পাপা পাধানিপাধা—–সানিধাপা

কি ফল আছে সখি
পা—নি – ধাপাপাধা

প্রান বন্ধু নাই ব্রজেতে
পা-মা-মা-গা রেগামাগারেসা গাগা গামা গারেসা

📺 ভিডিও টিউটোরিয়াল: বাঁশি শিল্পী: শাহনেওয়াজ খান
🎵 গান: আমার সোনা বন্ধুরে, তুমি কোথায়

আমার সোনা বন্ধুরে, 
সারেসাধা ধাসা রেরেগা

তুমি কোথায় রইলারে
গামাগারেসা সারে রেগারেগারেসা

দিনে রাইতে তোমায় আমি
গাপা পাধা ধানিসানিধাপা

খুইজা মরি রে
পাধানি ধাপা মাপামাপা…

আমার সোনা বন্ধুরে ….ঐ
গামা গারেসা ধাসা রেরেগা 

প্রথম দেখার কালে বন্ধু
গাপা পাধা ধারেসা সাসা

কথা দিয়ে ছি– লে–
নিসা নিধাপা ধাসানিসা ধানিধাপা

ভুলি বেনা  মো রে 
গাপা পাধা ধানিসা সানিসানিধাপা

এ জীবন গে লে —-
পাধা-নিধাপা মাপামাপা

যদি না পাই তোমারে
গামাগারেসা ধাসা রেরেগা

আমার জীবনের তরে
গামাগারেসা সারে রেগারেগারেসা

সোনার জীবন অঙ্গার হইবো
গাপা পাধা ধানিসানি ধাপা

তোমার লাইগা রে
পাধানি ধাপা মাপামাপা…

আমার সোনা বন্ধুরে ….ঐ
গামা গারেসা ধাসা রেরেগা 

📺 ভিডিও টিউটোরিয়াল: বাঁশি শিল্পী: flutist Mithun